ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

ব্রাহ্মণবাড়িয়ায় কালু ডাকাত গ্রেফতার, হত্যা ও ডাকাতিসহ ৯ মামলার আসামি

 মোঃ ফখরুদ্দিনঃ 
দুইটি হত্যা ও পাঁচটি ডাকাতিসহ মোট নয়টি মামলার অন্যতম প্রধান আসামি মনির হোসেন ওরফে কালু ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুনিয়াউট এলাকার বাসিন্দা সাকিবুল হাসান জয় হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কালু ডাকাত। মামলার বাদীর ছেলে জয়কে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গত ১০ মে রাত সাড়ে ১০টার দিকে হত্যা করা হয়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার পর থেকে আসামি পলাতক থাকলেও র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কালু ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ও অন্যান্য অপরাধসহ মোট নয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।