মোঃ ফখরুদ্দিনঃ
বাগেরহাট জেলার সাংবাদিক এ এস এম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মো. আবদুল করিম মাস্টার।
উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন, সাংবাদিক আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম,
সাংবাদিক ফয়জুল কবির ও সাংবাদিক শাহ আলমগীর হোসাইন প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম রিপন, সাংবাদিক আবদুল মোমিন খান, সাংবাদিক আল ফারুক, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক আব্বাস উদ্দিন, সাংবাদিক রাহাত হোসেন, সাংবাদিক মো. খোকন মিয়া, মনির হোসেন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার, ফটো সাংবাদিক মো. মোসলেম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে।
মানববন্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায়
সাংবাদিক এ. এস. এম হায়াত উদ্দীন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন মোটর সাইকেলে আসা কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় তার মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছেন।