মোঃজিয়াউল হক, শেরপুরঃ
ময়মনসিংহের বরাক নদীর সীমান্তবর্তী ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে আন্তর্জাতিক সীমারেখা ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর পাড়ে ব্যাটালিয়নের মাল্টিপারপাস সেড সংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান।
বিজিবি জানায়, হালুয়াঘাট উপজেলার ১১১ নং বরাক ঘোষগাঁও এলাকায় বৈধ ইজারা থাকা সত্ত্বেও, রাতের আঁধারে ১০৭/১০৮ নং মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙনের কারণে ফসলি জমি, বসতবাড়ি ও সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক সীমারেখা পরিবর্তনের জটিলতাও দেখা দিতে পারে।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল মো. মেহেদী হাসান বলেন,
“ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দীর্ঘ দিন যাবত সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত। সাধারণত প্রতিটি বিওপি গড়ে ৫-৮ কিলোমিটার সীমান্ত প্রহরা দেয়। আমরা সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পদক্ষেপ নিচ্ছি।”
বিজিবি জানিয়েছে, অবৈধ উত্তোলনে উচ্চক্ষমতা সম্পন্ন ড্রেজার ব্যবহারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ইজারার আড়ালে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
তদন্তে দেখা গেছে, বালুবাহী ট্রাক মাদক ও চোরাইপণ্য পরিবহনের জন্যও ব্যবহার হতে পারে। গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮টি অভিযানে ২৭,৩৩০ ঘনফুট বালু জব্দ করা হলেও উত্তোলন বন্ধ হয়নি।