সুলতানা রাজিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
র্যাব জানায়, সোমবার সকালে আশুগঞ্জের সয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজার সামনে অভিযান চালায় র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি নীল হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানো হলে চালক পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে ধৃত করে।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় জানা যায় তার নাম মোঃ আসাদুল ইসলাম ভূঁইয়া ওরফে বাদল (৩২)। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। পরে কাভার্ড ভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে আটটি বস্তা থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।