ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

 সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আসাদ খোকন নামে জেলা নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া আসাদ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারি আজিজুর রহমান লিটন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে শোকজ করা হয়েছে।
কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকসহ ৪৯ জনকে শোকজকবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকসহ ৪৯ জনকে শোকজ চিঠিতে বলা হয়, আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয় এবং তা কেন্দ্রীয় কমিটির কাছে প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
 এমতাবস্থায় আসাদ খোকনকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগের দুটি খাস পুকুর বহু বছর ধরে লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য আসাদ খোকন দুটি খাস পুকুর অবৈধভাবে দখলের চেষ্টা করেন।
এনসিপির সেই নেত্রীকে সাময়িক অব্যাহতিএনসিপির সেই নেত্রীকে সাময়িক অব্যাহতি উপজেলা ভূমি অফিস বিষয়টি জানতে পেরে স্থানীয়দের উন্মুক্ত ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। অভিযোগ উঠে, ইজারার খবর শুনে আসাদ খোকন ইজারায় অংশ নিতে অন্যদের বারণ করে হুমকি দেয়। গত ১৪ অক্টোবর এসিল্যান্ড অফিসে ইজারায় অংশ নিতে আসেন লক্ষীপুর গ্রামের ৪ জন ব্যক্তি। এসিল্যান্ড অফিসে আসার পর তাদের উপর হামলার ঘটনা ঘটে।
এরপর পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অফিস থেকে বের হবার পর আবারও তাদের উপর হামলা করা হলে ৫ জন আহত হন। এ ঘটনায় আসাদ খোকনের বিরুদ্ধে ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আসাদ খোকন বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নাসিরনগরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এরই ধারাবাহিকতায় পুকুর ইজারায় অংশগ্রহণ করায় ষড়যন্ত্র করে আমার নাম জড়ানো হচ্ছে। অথচ এই ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। বরং আমার উপর আক্রমণ করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য কিছু কুচক্রী মহল স্থানীয়দের দিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।