ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬৮ পিছ ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

 সুলতানা রাজিয়াঃ 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১ হাজার ১৬৮ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের সোনারামপুর রাজমনি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের উজ্জ্বল পাল (৪২) ও পটুয়াখালীর ফজলে রাব্বী (২৭)। জব্দ করা শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১৬৮ পিস কাতান ও বেনারসি শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।