মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ব্যবসায়ি মাহবুবুর রহমানের মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, মাহবুব মামলা বাণিজ্যের শিকার।
রোববার বেলা ১১টায় উপজেলার অরুয়াইল বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাধারন মানুষ ব্যবসায়িরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোদি বিরোধী আন্দোলনের মামলায় প্রায় দেড় মাস আগে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। মাহবুব ছাত্রলীগের একটি কমিটিতে আছে উল্লেখ করে তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া একটি কমিটি দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে সরাইল থানায় হওয়া মামলার এজহারে তার নাম নেই।
বাজারের ব্যবসায়ি গাজী মোঃ শফিক বলেন, ‘শুধু মাহবুব না তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়। শত্রুতাবশত ভুল তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহবায়ক গাজী আব্দুল আজিজ বলেন, ‘মাহবুবের পরিবার বিএনপি সমর্থক। তবে সরাসরি রাজনীতি করে না। মাহবুবসহ তার সব ভাইয়েরা খুব ভালো মানুষ।
অরুয়াইল ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মোঃ সানাউল্লাহ ভূঁইয়া বলেন, ‘বিএনপি-জামায়াত শুধু না। সবাই বলবে মাহবুব কেমন মানুষ। তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
মাহবুবের বড় ভাই মোঃ হাবিবুর রহমান বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার ভাইকে ফাঁসিয়েছে। ছাত্রলীগের একটি কমিটির প্যাড এডিট করে আমার ভাইয়ের নাম বসানো হয়েছে।