ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

আশুগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

আরিফুজ্জামান ( শাকিল )

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে।
তল্লাশি করে গাড়ি থেকে একটি বিদেশি AUTO CAL-7.65 mm পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশি বিয়ার ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরার রামনগর হাটি এলাকার ইসহাক হাছান (২৩) এবং শিবপুর উপজেলার চক্রধা দক্ষিণপাড়ার সুমন মিয়া (৩৮)।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।