আরিফুজ্জামান ( শাকিল )
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল এর নেতৃত্বে শত শত নেতা-কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বায়েজিদ আহমেদ হেলাল বলেন, “স্বৈরাচার সরকারের পতনের জন্য যে নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করেছেন, আজ তারাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে সামিল হয়েছেন। আমি বিশ্বাস করি—আগামীর যুবদল হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের শক্তি।”
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।