মোঃ ফখরুদ্দিনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (২৮, অক্টোবর অ) মঙ্গলবার উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে নির্বাহী অফিসার অফিসের সামনে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ এর সভাপতিত্বে এবং যুবদল নেতা সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান বায়াছ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অসংখ্য নেতা-কর্মী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদলের সকল নেতাকর্মীদের অনুপ্রেরণা দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইমন ইসলাম রুমান, সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবু শাহ মুন্সি, এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষ করে উচালিয়াপাড়া মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফা প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন করা হয় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির মিয়া, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সোহেল, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম উল্লাহ বাবু, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাইফুল ইসলাম সাজিন, উপজেলা ছাত্রদল নেতা আকরাম হোসেন ভূইয়া সাব্বির, যুবদল নেতা পলাশ মিয়া, যুবদল নেতা আকবর, শুভেচ্ছা বক্তব্য দেন মোখলেছুর রহমান বাবু সহ সরাইল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিপুলসংখ্যক সাধারণ জনগণ।