ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আন্তর্জাতিক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা

মোঃ কেফায়েত উল্লাহ শরীফঃ 
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্গোৎসবের ছুটি শেষে দুই দিন কার্যক্রম চলার পর লক্ষ্মীপূজার ছুটি মিলবে দুই দিন। একদিন সাপ্তাহিক ছুটিসহ দুই পূজায় স্থলবন্দরে ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে মোট সাত দিন।
আখাউড়া শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চিঠি থেকে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চার দিন দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা থাকবে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি। লক্ষীপূজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর বন্ধ দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। ইন্দো বাংলা এক্সপোর্ট-ইম্পোর্ট কমিনিকেশন সেন্টার আগরতলার চিঠির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটি চলাকালে বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দর দিয়ে ছুটির দিনসহ মো সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি ইতিমধ্যেই ব্যবসায়িসহ সংশ্লিষ্টদেরকে জানানো হয়েছে।