মোঃ ফখরুদ্দীনঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নে এক বণাট্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে । আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার বিকাল চারটায় অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে অরুয়াইল ফুটবল একাদশ বনাম গলানিয়ে ফুটবল একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল খেলা উপভোগ করার জন্য বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শকরা উপস্থিত হয়। অরুয়াইল ফুটবল একাদশ বনাম গলানিয়া ফুটবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অরুয়াইল ফুটবল একাদশ ২ _ ১ গোলে গলানিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল কৃতিত্ব লাভ করে।
আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া_ ২ (সরাইল, আশুগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা, আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি, সভাপতি, নোয়াগাঁও শেখ আশরাফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ২০২৫ কার্যক্রম কমিটির ‘টিম লিডার’এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবং রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থী আহসান উদ্দিন খান শিপন।
আহসান উদ্দিন খান শিপন উপস্থিতিতে সকল দর্শকের ফুটবলের প্রতি সৃষ্টি হয়েছে নতুন অনুপ্রেরণা উদ্দীপনা এবং বিশ্বাস। এলাকার জনসাধারণ মনে করেন উনার মত জনবান্ধব নেতার উপস্থিতি সহযোগিতা মাধ্যমে সরাইল আশুগঞ্জ ফুটবল একদিন জাতীয় পর্যায় যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।