ঢাকা, বাংলাদেশ বুধবার ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ 

 সুলতানা রাজিয়াঃ 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।
৬০ বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং এক কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, খাদ্যসামগ্রী ও আতশবাজি। জব্দ এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।