ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওষুধ ব্যবসায়ীরা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ওষুধ ব্যবসায়ীদের আয়োজিত এই কর্মসূচিতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা কলেজ মার্কেটের ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সানাউল হক ভূঁইয়া, সহ-সভাপতি এইচ. এম. মুরাদসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধভাবে পরিচালিত হচ্ছে। ১৯৮৪ সালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভাড়াটিয়াদের পৃথক পৃথক চুক্তি হয়, যেখানে দোকান প্রতি ২৮ হাজার টাকা চুক্তিমূল্য নির্ধারিত ছিল। সেই থেকে ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া পরিশোধ করে ওষুধের ব্যবসা চালিয়ে আসছেন।
তারা আরও বলেন, সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবৈধ। চুক্তি অনুযায়ী কমপক্ষে ছয় মাস আগে নোটিশ দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত সাধারণ ব্যবসায়ীদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।
বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। অন্যথায় জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দোকান উচ্ছেদ বন্ধে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিবাদী করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন মার্কেটের ভাড়াটিয়ারা।