ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  সারাদেশ

স্পেশাল ট্রেন চালুসহ বিজয় এক্সপ্রেসের যাত্রা-বিরতির দাবিতে মানববন্ধন

সাইদুল মোস্তাক জুয়েলঃ 

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন, জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বিপুল পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই কম। যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি স্পেশাল ট্রেন চালু, এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।