ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে “আমীর আলী” হত্যা মামলার ২জন পলাতক আসামী গ্রেফতার

 সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শালিস দরবারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে “আমীর আলী” হত্যা মামলার ২জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯।
মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এলাকার বাসিন্দা। ভিকটিমের পরিবারের সাথে বিবাদীদের বিভিন্ন কারণে পূর্ব থেকেই মামলা মোকদ্দমা চলছিল। ঘটনার দিন গত ২৪/০৯/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় মামলা মোকদ্দমা জনিত বিরোধ নিস্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস সভা অনুষ্ঠিত হয়।
শালিস সভার একপার্যয়ে বিবাদীগণ উত্তেজিত হয়ে তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড় ইত্যাদি নিয়ে ভিকটিমকে ঘেরাও করে ১নং বিবাদী তার হাতে থাকা লোহার রড় দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে, ভিকটিম আমীর আলী কাত হয়ে মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে বিবাদীদের কবল হতে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নাসিরনগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আমীর আলীকে মৃত ঘোষণা করেন। অতঃপর ভিকটিমের মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের  আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-৪, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল রবিবার (১৯ অক্টোবর) আনুমানিক রাত ১:২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার শাহআলী থানাধীন
মিরপুর চিড়িয়াখানা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায়, মামলা শালিস দরবারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আমীর আলী হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং পলাতক আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীগণ হলেন – মোঃ জালালউদ্দিন (৪০), পিতা- মৃত জাহের উদ্দিন এবং মোঃ ছাফিলউদ্দিন (৪২), পিতা- মৃত নুর হোসেন, সর্ব দাঁতমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।