ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

৭ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার 

সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৭ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ৭.২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর থেকে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- কবির হোসেন (২৮), মোসা : আরিফা আক্তার (৩০)  উভয় পিতা- মৃত খুরশিদ আলম, রানীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।