সুলতানা রাজিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ অক্টোবর)সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)র মুকুন্দপুর বিওপি’র টহলদল দুপুর ১টা ৩০ মিনিটে দিকে ভারতের দিক থেকে নেমে আসা দুইজন সন্দেহভাজনকে ধাওয়া করলে তারা কসটেপে মোড়ানো দুটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরে প্যাকেট দুটি তল্লাশি করে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।