ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  শিক্ষাঙ্গনসারাদেশ

সরাইল পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

 

 

ফখরুল ইসলাম, সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান। আজ বুধবার (১৫ মে) তিনি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন।। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নয়নে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং সার্বজনীন পেনশন স্কিমের জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন(ভারপ্রাপ্ত) ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান হিসাব রক্ষক মো: আবুল হাশেম ভূঁঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।