শেখ নাদিম ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের ক্যাফে আবদুল্লাহ ও ক্যাফে বাসমতি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ ০৮ জানুয়ারী
জেলা প্রশাসক এর সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব এস এম শাহীন সহযোগীতা করেন। ০৫ আনসার ব্যাটলিয়নের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে।
অভিযান কালে দেখা যায়, সদর উপজেলার টিএ রোডে অবস্থিত ক্যাফে আবদুল্লাহ হোটেলে পুরনো বাসি মাংস, কাবাব অস্বাস্থ্যকর প্রকৃয়ায় ফ্রিজে কাঁচা মাংশের সহিত সংরক্ষণ, খোলা ডাস্টবিন এবং অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে রান্না করছে। পাশাপাশি অপর একটি হোটেল ক্যাফে বাসমতিতে নোংরা খোলা টয়লেটের পাশে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, ফ্রিজে কাঁচা মাংশের সহিত আইসক্রিম সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা অবস্থায় পাওয়া যায়।
এ প্রেক্ষিতে অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী (২০ হাজার) টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইফতেখারুল আলম রিজভী বলেন এধরনের অভিযান।