সেরা একাদশে জায়গা পাওয়ার মতোই পারফরম্যান্স করেছেন এই স্পিনার।চার সেঞ্চুরিতে শেষটা রাঙিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। ৫৯৪ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। নিউজিল্যান্ড থেকে একমাত্র প্রতিনিধি ড্যারিল মিচেল। ৯ ইনিংসে দুই সেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ৫৫২ রান। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। সেমিফাইনাল না খেলা একমাত্র দল থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ৯ ম্যাচে তাঁর শিকার ২১ উইকেট।
একাদশ:
কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।