ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  জাতীয়

সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

মোঃ ফখরুদ্দিন; অধিকার,সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যা উন্নয়ন”এই প্রতিপাদ্যের আলোকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অদিদপ্তর আয়োজনে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুম মুনীরা কায়ছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ বিউটি আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন,বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ইফরান খান, রাহেলা বেগম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।