দৈনিক সংকেত ডেস্কঃ দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র. এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, হতে হচ্ছে।
সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক একটা পরিবেশে বেড়ে উঠে এই গন্ডির বাইরে গিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করাটা সহজ না এবং গ্রহণযোগ্যও না।
এই দুই এর গ্যারাকলে পড়ে হয়তো নিজের ইচ্ছা গুলো পিশে যায়, নয়তো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কিংবা অনেক গুরুজনের দোয়া ছাড়া হারিয়ে ফেলতে হয়৷
জীবন সহজ না, জীবন অনেক কঠিন, অনেক বেশি কঠিন। কেউ জীবনের এই নৌকার ভাড়ি বৈঠা বহন করে তীরে পৌছায় অনেক কষ্টে, কারো আবার তীরে এসেও তরী ডুবে যায়, কেউ বা আবার মাঝ পথেই হাল ছেড়ে চিড়তরে তলিয়ে যায়।
কাকে দোষ দেয়া যায় এখানে? কাউকে দোষ দেয়ার জন্য আমরা নিজেরা কতটুকু যৌক্তিক, কতটুকু যোগ্য? সবারই নিজ নিজ আলাদা গল্প আছে, কষ্ট আছে, যার যার গল্প তার নিজের কাছে শ্রেষ্ঠ উপন্যাস.