ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আন্তর্জাতিক

আজ রাষ্ট্রীয় সফরে কাতার আসছেন শায়খ আহমাদুল্লাহ

নুরে আলম জাহাঙ্গীর, কাতার; মধ্য প্রাচ্যের দেশ কাতারের ইসলামিক কালচারাল  সেন্টার ‘মারকাজ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ (ফানার)’ এর ব্যবস্থাপনায় ও মজলিসে ইত্তেহাদুল মুসলীমীন দোহা- কাতার’র পরিচালনায় আজ  ৮ এপ্রিল (মঙ্গলবার) সংক্ষিপ্ত সফরে কাতার আসছেন   বিশিষ্ট সমাজসেবক  দাঈ ইসলামী চিন্তাবিদ  ‘আস সুন্নাহ্ ফাউন্ডেশন’র চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ।
স্থানীয় সময় বিকাল ২ ঘটিকার  সময় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে অবতরণ করবেন বলে জানা যায়। এসময় তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করবেন এন্তেজামিয়া কমিটির প্রদান ও মজলিসে ইত্তেহাদুল মুসলীমীন’র সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান ও নেতৃবৃন্দ।
তাঁর কাতার সফরের প্রথম কার্যক্রম হিসেবে  তিনি ঐদিন বাদ এশা  দোহার মুশাইরেব গানেম মসজিদে ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ও তিনি নিম্ন বর্ণিত স্থান সমূহে  বাদ এশা উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ করবেন।
৯ এপ্রিল (বুধবার) আল ওয়াকরাহ বড় মসজিদ, ১০ এপ্রিল ( বৃহস্পতিবার) সানাইয়‍্যহা আল আতিয়া বড় মসজিদ, ১১ এপ্রিল (শুক্রবার) ফানার হল ও ১২ এপ্রিল (শনিবার) আল খোর নাসের বিন আব্দুল্লাহ মসজিদে।
উপরে বর্ণিত অনুষ্ঠান সূচিতে কাতার প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নিমন্ত্রন করা হয়েছে।