সাইদুল মোস্তাক জুয়েলঃ
এনবিআর কর্মকর্তা-কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল থেকে ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়িদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
ব্যবসায়িরা জানান, শাটডাউনের কারনে রবিবার কোন পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেইসাথে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আত্ততা মুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা।
আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে তিনটি ট্রাকে করে ৬৬ মে.টন আটা ও দুটি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তবে শাটডাউনে দু-দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
উল্লেখ্য দেশের অন্যতম রপ্তানীমূখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানী হয়।