মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১১ হাজার ৬০০শত পিস মোবাইলের ডিসপ্লে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ এবং চালক মোঃ রাসেল-(২৯)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল জেলার কসবা পৌর শহরের কল্যাণ সাগর গ্রামের মোঃ শিপন মিয়ার ছেলে।
গত মঙ্গলবার গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে বিজয়নগর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান এসব মালামাল সহ আসামী রাসেলকে গ্রেপ্তার করে।
আজ বুধবার বিকেল ৪টায় পুলিশ সুপারের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় একটি চেকপোষ্ট বসানো হয়। এর কিছুক্ষণ পরে একটি নোহা মাইক্রোবাস চেকপোষ্ট অতিক্রমকালে তাকে থামার জন্য সিগন্যাল দেয়া হয়।
পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৩৮টি বক্সে ৫টি ব্র্যান্ডের ১১ হাজার ৬০০শত পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লের দাম ২ কোটি ৩২ লাখ টাকা ও জব্দকৃত মাইক্রোবাসের দাম আনুমানিক ২০ লাখ টাকা।
তিনি বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে। আমি এই ডিসপ্লের উৎস, কোথায় পাচার হচ্ছিল। কারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, পুলিশ মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উত্তম ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।