জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশন তিন বছর পেরিয়ে চার বছরে পর্দাপণ উপলক্ষে শেরপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) সকালে উপজেলার কান্দুলী আশ্রয়ন প্রকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল এর সভাপতিত্বে এবং দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল হক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকা এর পিপি এডভোকেট এরশাদ আলম জর্জ। প্রিয় অতিথি ছিলেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আশ্রয়ন প্রকল্পের সভাপতি মো.আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক ইয়ানুছ আলী।
এসময় গোসাইপুর ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ, কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সাবেক সভাপতি হাসেন আলী, এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি মো. রুবেল, দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিক, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আর এম সেলিম শাহী, দৈনিক স্বাধীন বাংলার উপজেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম জুয়েল, দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ, দৈনিক নয়াদিগন্ত ডিজিটাল এর জেলা প্রতিনিধি
মুরাদ হোসেন চাঁন, আশ্রয়ন প্রকল্পের সর্বস্তরের বাসিন্দারা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।