একদিন এক ব্যক্তি মাঠে কাজ করছিলেন। হঠাৎ একটি চিল তার পাশ দিয়ে ছোঁ মেরে উড়ে গেল। সেই মুহূর্তে তিনি বুঝতেই পারলেন না আসলে কী হয়েছে। কিন্তু আচমকা মনে হলো, হায়! আমার কান বুঝি নেই!
তিনি হাত দিয়ে কানে স্পর্শ করলেন, এবং খানিকটা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলেন, চিলে কান নিয়ে গেছে! চিলে কান নিয়ে গেছে!
এ কথা বলে তিনি চিলের পেছনে দৌড়াতে শুরু করলেন। গ্রামের লোকজনও তার চিৎকার শুনে দৌড়ে এল। কেউ বলল, ওই দিকেই গেছে চিল!” কেউ বলল, পশ্চিম দিকে উড়েছে!” আর সবাই মিলে চিলের পেছনে ছুটল।
অনেকক্ষণ পরে, এক বয়স্ক জ্ঞানী ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, তোমার সত্যিই কান চিলে নিয়ে গেছে!
লোকটি থেমে দাঁড়িয়ে নিজের কান হাত দিয়ে দেখল। আরে! কান তো ঠিকঠাক আছে !
তখন সবাই হেসে উঠল। সেই বয়স্ক ব্যক্তি বললেন, অযথা না দেখে-না শুনে গুজবে কান না দিলে ভালো। আগে নিজের কানে হাত দাও, তারপরই অন্য কিছু বিশ্বাস করো।
কোনো কিছু না বুঝে, যাচাই না করে গুজবে বা কথায় কান দেওয়া উচিত নয়। আগে নিজের অবস্থাটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার।