ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আন্তর্জাতিক

এক কোটি পঁচাশি লক্ষ টাকার অবৈধ ভারতীয় চোরাচালান মালামাল 

 মোঃ ফখরুদ্দিনঃ

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ট্রানজিট ক্যাম্পের টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করে।
রবিবার (২০ জুলাই) আনুমানিক ৪:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ ভারতীয় চোরাচালান মালামাল ও বিভিন্ন প্রকার সিরাফ এবং ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল আটক করতে সক্ষম হয়।
আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য এক কোটি পঁচাশি লক্ষ একুশ হাজার টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।