ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  শিক্ষাঙ্গন

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোগে “শিক্ষার মান উন্নয়ন শীর্ষক” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের কাউতলীতে অবস্থিত আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান, ইনস্টিটিউটের প্রশাসক অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান আশরাফী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন প্রমুখ।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।
তিনি বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হোক সৎ, দায়িত্বশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতায় যোগ্য। এজন্য সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয় অপরিহার্য।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, বরং জীবন ও সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের অর্ধ বার্ষিক  পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে নম্বরপত্র ও উপহার প্রদান করেন।