ঢাকা, বাংলাদেশ বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে অটোরিকশা চালকের কারাদণ্ড 

সাইদুল মোস্তাক জুয়েলঃ 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মোঃ ইব্রাহিম মিয়া-(২২) নামে এক অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এই সাজা প্রদান করেন। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় কুটি গার্লস স্কুলের ১০ম শ্রেনীর এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশায় উঠেন। এ সময় অটো চালক তাকে অশালীন কথা বলতে থাকে। এক পর্যায়ে পিছন ফিরে তার গায়ে স্পর্শ করার চেষ্টা করে। এ অবস্থায় মেয়েটি বাঁধা দিলে তার পরনের জামা ছিড়ে যায়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তখন আটককৃত ইব্রাহিম স্বেচ্ছায় সে তার নিজের দোষ স্বীকার করলে দÐবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদÐ ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।