মোঃ জিয়াউল হকঃ
ময়মনসিংহ শহরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে জেলা প্রশাসকের অনুরোধক্রমে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে দুই প্লাটুন বিজিবি ওই এলাকায় মোতায়েন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব বিজিবি সর্বদা দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করে আসছে।