ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের ৪৭ তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ (৪ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের(বিএনপি) অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সরাইল আশুগঞ্জ মাটি মানুষের নেতা আহসান উদ্দিন শিপনের নেতৃত্বে সরাইল ঢাকা – হবিগঞ্জ লাখাই সড়কের কালিকচ্ছ বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সরাইল গরুবাজার মনোয়ারা হাসপাতালে সামনে এসে শেষ হয়। উক্ত র্যালি তে সরাইল উপজেলা প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির প্রেমিক নেতা কর্মিরা আহসান উদ্দিন খান শিপন ডাকে অংশ গ্রহণ করেন।
তিনি বলেন বাহির থেকে ফ্যাসিস্ট ডেভিল লোক ভাড়া করে এনে দল ভারী না করে শহীদ জিয়াউর রহমানের আর্দশ নিয়ে দল করুন। তার ব্যত্য্য হলে সরাইল আশুগঞ্জ বাসীকে নিয়ে কঠিন জবাব দিবে। দল থেকে তাকে মনোনয়ন দিলেও বা নাদিলে তিনি সরাইল আশুগঞ্জ সন্তান। তৃণমূল থেকে শুরু করে সকল নেতা কর্মীরা কথা বলতে পারবে।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি সহসভাপতি রকিব উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবু মুসা, সরাইল উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ সরদার, সরাইল উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরু নোমান, সরাইল উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাবেদ, জামাল হোসেন লস্কর ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা উসমান গনী যুগ্ম আহবায়ক কৃষক দল,মোর্শেদ জামান জালাল নোওয়াগাও ইউনিয়ন যুবদল, গিয়াস উদ্দিন আহমেদ সোহাগ যুবদল নেতা, সোহাগ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল প্রমুখ।