ঢাকা, বাংলাদেশ বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা 

মোঃ ফখরুদ্দিনঃ 

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়। আজ শুক্রবার বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে পৌর এলাকার ভাদুঘর শাহী মসজিদ ঈদগাহ ময়দান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
ভাদুঘর শাহী মসজিদের খতিব মাওলানা জাবের আল মনসুর মোল্লার নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়. শোভাযাত্রায় আলেম ওলামা এবং পীর মাশায়েখসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করে।
অংশগ্রহণকারীরা হজরত মুহাম্মদ সাঃ এর পৃথিবীতে আগমন উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা ও নানা রঙের ব্যানার ফেস্টুন বহন করে এবং স্লোগান ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। শোভাযাত্রা শেষে দেশ ও জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।