ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

ব্রাহ্মণবাড়িয়া ৭০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

 মোঃ কেফায়েত উল্লাহ শরীফঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৭০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শনিবার ৬ সেপ্টেম্বর আনুমানিক ৯.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কসবার কুটি কালামুড়িয়া ব্রীজ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে, সংবাদ পেয়ে টহলরত আভিযানিক দল রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় কালামুড়িয়া ব্রিজের পূর্ব পাশে একটি বালুর ডিভির পাশে পৌঁছামাত্রই ২জন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১জনকে আটক করে। আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফজতে থাকা ৪টি পাটের বস্তা হতে নিজ হাতে বাহির করে দেয় ৭০ কেজি গাঁজা। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (৫০), পিতা- মৃত নান্নু ভূঁইয়া, মাইজখার, কুটি ইউপি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।