মোহাম্মদ আবু সুফীঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে এক যুবকের দু’*টি আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সারোয়ার হোসেন (২৩)। তিনি সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে। অভিযোগের তীর শ্রাবণ মিয়ার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাতমোড়া গ্রামের শ্রাবণ মিয়ার সঙ্গে সারোয়ার হোসেনের সামান্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর হামলা করে। এতে সারোয়ারের বাম হাতের দুইটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি এবং এ ব্যাপারে তদন্ত চলছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।