ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

 মোহাম্মদ আবু সুফীঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। আজ (শনিবার) ইউনিয়নের কাইতলা এবং গোযালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা দুটি ঘটে। নিহত দুই শিশু হলো কাইতলা গ্রামের বশির মিয়ার ছেলে মো. মোজাহিদ এবং গোযালী গ্রামের ৯ নং ওয়ার্ডের নোয়া বাড়ির মো. পলাশ মিয়ার মেয়ে বুশরা আক্তার(৫)।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে কাইতলা জমিদার বাড়ির পাশে খেলা করছিল মো. মোজাহিদ। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
​এর আগে সকাল ১০টার দিকে ইউনিয়নের গোযালী গ্রামের ৯ নং ওয়ার্ডের নোয়া বাড়িতে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পা পিছলে পানিতে পড়ে যায় মো. পলাশ মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে বুশরা আক্তার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
​মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম। পরপর এমন দুটি ঘটনায় এলাকাবাসী ও প্রতিবেশীরাও গভীরভাবে শোকাহত।
​স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ অঞ্চলের খাল-বিল ও পুকুর পানিতে পরিপূর্ণ থাকে। এসময় শিশুদের প্রতি অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা প্রয়োজন। অসাবধানতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, যা বহু পরিবারে আজীবনের কান্না হয়ে থেকে যায়।