দৈনিক সংকেত ডেস্কঃ
বেইমানি সবাই করতে পারে না।যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর,, এবং শান্ত মস্তিষ্কের হয়। এদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরেস্তা আসমান থেকে নেমে এসেছে ,,,এরা এমন একটা ভেস ধরে থাকবে আপনার কাছে মনে হবে একটা মানুষ এতো ভালো হয় কি করে?
মানে তার মাঝে আপনি পৃথিবীর সব ভালো গুণ খুঁজে পাবেন। আপনি না চাইতেও তাকে আপনার ভালো লাগবে,, এবং আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন। আসলে তার এই ভালোমানুষী টা পরিকল্পিত একটা সাজানো ফাঁদ আপনার জন্য।
তাকে ভালোবাসার মতো ভুলের মধ্যদিয়ে আপনি তার ফাঁদে পা দিয়ে আটকে যাবেন। আটকে যাওয়ার পরেই আপনি তার আসল রূপের নতুন খেলা টা দেখতে পারবেন,,!
যতোদিনে সে খেলাটা শুরু করবে ততদিনে তার প্রতি আপনি আসক্ত হয়ে পরবেন।
আপনার তার প্রতি তীব্র ভালোবাসার কারনে সে এমন খেলা শুরু করে আপনি হয়ে যান ফুটবল সে হয়ে যাবে মেসি। কিছু দিন পর জানতে পারবেন তার খেলার জন্য আপনি একমাত্র বল না তার খেলার জন্য আরো অনেক বল আছে ।
একটা পর্যায়ে তার অবহেলার বিষে আপনি নিল হয়ে যাবেন, অদৃশ্য আগুনে পুড়তে থাকবে আপনার বুক।
আপনার ঝলসানো হৃদয় নিয়ে যখন তার কাছে যাবেন একটু সহানুভূতির জন্য একটু ভালোবাসার জন্য,,ঠিক তখনই আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয় টাকে মেরে ফেলে শেষ কৃতকার্য সম্পুর্ন করে,,তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে আপনাকে।
একা থাকতে থাকতে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরালেই চলে যায়।